১৯৭১ সলের রক্তে রঞ্জিত দিনগুলোতে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমনে হানাদার মুক্ত হয়েছিল সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদর তথা সুনামগঞ্জ হানাদার মুক্ত হয়েছিল ৬ ডিসেম্বর।
সুনামগঞ্জ সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধার তালিকা ও পরিচিতি:
১। আবুল হোসেন : সুনামগঞ্জ প্রতিরোধের প্রথম শহীদ। সদর উপজেলার লালপুর নিবাসী। শহীদ হন ২৮ মার্চ ১৯৭১ সালে।
২। গনেশ: স্থানীয় গরীব রিকশাওয়ালা। মিছিলে স্বত্বঃস্ফুর্ত অংশ নিতে গিয়ে মারা যান ২৮ মার্চ সকাল ১১ টায়।
৩। যতীন্দ্র বর্মন : সদর উপজেলার কেজাউড়া গ্রামের কৃষক। ২৯ শে মার্চ বিমান থেকে নিক্ষিপ্ত গুলির আঘাতে মারা যান।
৪। আবেদ আলী : সদর থানার নুরুজপুর গ্রামে ১৯৪৯ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম নিজাম উদ্দিন। ১৯৭১ সালের ২৭ জুলাই শহীদ হন।
৫। শ্রী অরবিন্দু রায়: ১৯৪৩ সালে সদর থানার নয়াবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরেশ চন্দ্র রায়। ২৮ জুলাই ১৯৭১ সালে যুদ্ধে মারা যান।
চলমান......
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS