গ্রামঃ আব্দুল্লাহপুর, পোঃ শান্তিগঞ্জ বাজার, উপজেলা ও জেলাঃ সুনামগঞ্জ। ইহা একটি দুর্গম হাওর অঞ্চলে অবস্থিত। শিক্ষা অফিস হইতে প্রায় ১৬ কিঃ মিঃ দূরে অবস্থিত। |
১৯৮০ সালে স্থানীয় জনগনের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮৩ সালে রেজিঃ করা হয়। ১৯৯৩ সালে ও ২০০৪ সালে দুটি পাকা ভবন নির্মিত হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৫৮ | ৫১ | ৫২ | ৪২ | ২৯ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ১৮/০৩/২০১০ ইং সালে গঠন করা হয়।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৫৩% | ১০% | ৬০% | ৪৩% | ৬৪% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বেড়েছে।
স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা। |
গ্রামঃ আব্দুল্লাহপুর,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭৫২-০৪৯৯৬৬।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস