Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলাওবিনোদন

সুনামগঞ্জ সদর উপজেলায় প্রধানতঃ দুই প্রকারের খেলাধুলাই জনপ্রিয়। এছাড়া ও স্থানীয় ভাবেসাধারনতঃ ষাড়ের লড়াই ও কুস্তি খেলার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ।

 

ফুটবল সাধারণতঃ বর্ষা মৌসুমে শুরু থেকে শেষ পর্যন্ত চলে। উক্ত সময়ের ভিতর বিভিন্ন সংগঠন পারস্পপরিক প্রতিযোগতিা সৃষ্টি পূর্বক ফুলবল খেলার নৈপূর্নতা প্রদর্শন করে দর্শকদের মাতিয়ে রাখে। অপর দিকে বর্ষা শেষ হওয়ার থেকে শুষ্ক মৌসুম সময়টুকু ক্রিকেট খেলার প্রতিযোগিতা শুরু হয়। প্রত্যেক সংগঠনই ক্রিকেট খেলার শ্রেষ্টত্ব অর্জনের জন্য কঠোর প্রতিযোগিতায় লিপ্ত হয় ।

 

এছাড়া ও  প্রত্যন্ত এলাকায় সাধারণতঃ শুকনো মৌসুমে ষাড়ের লড়াই এবং ঘোড়ার দৌড় অত্র এলাকার পুরানুক্রমে চলে আসছে । উক্ত খেলায় উপজেলার দুর দুরান্ত  থেকে উপভোগ করার জন্য বহু লোক আসে । খেলাধূলা সাধারনত অর্থবান ব্যক্তিগন হৃদ্যতার সাথে পৃষ্টপোষকতার দরুণ সকল প্রকারের খেলার উপকরণ ও অংশ গ্রহণের পর্যাপ্ত সুযোগ সুবিধা  পায়। এ ছাড়া প্রশাসন যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

 

অত্র সদর উপজেলায় সর্বমোট প্রধান ১২টি ষ্পোটিং ক্লাব রয়েছে এবং জেলা পর্যায়ে সরকারী ভাবে পরিচালনার জন্য জেলা ক্রীড়াসংস্থা সার্বিকভাবে সকল প্রকার খেলাধূলা পরিচালনা করে থাকে । খেলাধূলার জন্য অত্র উপজেলার  পৌর ও পল্লী এলাকায় প্রধানত ৫টি খেলার মাঠ আছে ।