বিদ্যালয়টি উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কের পাশে ১৬ শতক জমির উপর অবস্থিত। শিশুদের খেলাধুলার উপযোগী একটা ছোট মাঠ আছে। ১টি আধাপাকা গও ৩টি পাকাভবন লাইব্রেরী আছে। ১৪ টি কক্ষ আছে। ১২ টি পাঠ দানের জন্য ব্যবহৃত হয়। একটি লাইব্রেরী একটি কম্পিউটার ল্যাব আছেল।
বিদ্যালয়টি স্থানীয় তাস্যম্য ব্যক্তির সহযোগীতায় ১৯৬০ সালে বর্তমান বাস স্টান্ডের পাশে মসজিদ সংলগ্ন স্থানে প্রতিষ্টর করা হয়েছিল। পরে তৎকালী লক্ষনশ্রী ইউনিয়নের চেয়াম্যান ও প্রশাসনের উদ্যোগ বর্তমান জায়গায় কাচা ঘর তৈরী করা হয়েছিল।
বর্তমান পরিচালনা কমিটি সদ্য ২০১২ সালে গঠন করা হয়েছে। তাই সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয়নি।
২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
১০০% | ১০০% | ১০০% | ৭৩% | ১০০% |
২ জন ট্যালেন্টপুল ও সবন ২জন সাধারন সোড ৪ জন সাধারন গ্রোড ৪ জন সাধার গ্রোড ১ জন ট্যালন্ট ৪ জন সাধারন।
সীমান প্রাচীর তৈরি করে বাগান করা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার দক্ষ করে তোলা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান করা। প্রতিবছর জবীপকৃত ক্যাচমেন্ট এলাকবার শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং পাঁচবছর পর্যন্ত ধরে রাখা । প্রতি শ্রেণীর ছাত্র/ছাত্রী সমতা রাখা এবং শ্রেণীভিত্তিক জরে পড়া রোধ করা। ছাত্রাবাম তৈরি করে গাইড শিক্ষকের মাধ্যমে পড়াশুনা করানো।
মহল্লাঃ মল্লিকপুর ডাঘঃ সুনামগঞ্জ উপজেলা সদর, সুনামগঞ্জ। পোঃ কোডঃ ৩০০০। ই-মেইলঃ mollikpur s @ gmal .com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস