সুনামগঞ্জ সদর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডে বিদ্যালয়টি অবস্থিত। উপজেলা অফিস থেকে প্রায় ১ কিঃ মিঃ দুরে বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয়টি দুইটি ভবনে অবস্থিত। ৬টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে।
প্রতিষ্ঠাকাল
১৯৩৯
ইতিহাস
বিদ্যালয়টি ১৯৩৯ সালে বড়পাড়ার আব্দুল বারী সাহেবের বাংলা ঘরে (দেউরি ঘরে) অবস্থিত ছিল। পরবর্তী কালে ১৯৬১ সালে পশ্চিম তেঘরিয়ায় বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের ভূমির পরিমাণ ১৩ শতক। ১৯৭২ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়।
১১ সদস্য জন বিশিষ্ট পরিচালনা কমিটি। সভাপতি মোঃ সামছুল হক, সদস্য সচিব মোঃ আব্দুল আউয়াল।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১
১০০% ৯৬% ১০০% ৯৯% ১০০%
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
অর্জন
ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির ও পাশের হার ভাল। প্রতি বৎসর ট্যালেন্টপুল সহ ৪,৫ বৃত্তি পেয়ে আসছে।
ভবিষৎ পরিকল্পনা
বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় হিসেবে দেখতে চাই এবং নতুন শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে চাই। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা অনুসারে শ্রেণী কক্ষ খুবই কম। তাই জরুরী ভিত্তিতে ৫টি শ্রেণী কক্ষ তৈরি করা প্রয়োজন।