বিদ্যালয়টি উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয় ভবনটি টিনসেডের ৩টি শ্রেণীকক্ষ ও ১টি অফিসরুম। বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত। বেঞ্চ ৪২ জোড়া, টেবিল ৭টি ও চেয়ার ৯টি।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ খ্রিষ্টাব্দে ও জাতীয় করন হয় ১৯৭৩ খ্রিষ্টাব্দে। জমির পরিমাণ ৩০ শতাংশ।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৪৮ | ৫৬ | ৪২ | ৩৪ | ২২ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি। ৩১/০৩/২০১০ খ্রিঃ তারিখে গঠিত। সভাপতি জনাব শাহানারা বেগম, সহ-সভাপতি- শরীফুল নেছা, সদস্য সচিব জয়শ্রী ভট্ট্রাচার্য্য।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ৭৭% | ১০০% | ৯৫% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে।
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।
শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা। ছাত্র/ছাত্রীদের উপস্থিত বৃদ্ধি। ঝরে পড়া রোধ করা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% পাশের হার নিশ্চিত করা
প্রধান শিক্ষক
জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ জগজীবনপুর,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৯১৭-৪৩৭৯১৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস