বিদ্যালয়টি তেঘরিয়া মৌজায় অবস্থিত। বিদ্যালয়ে ভূমির পরিমাণ ০.০৬ একর। বর্তমানে ১টি অফিস কক্ষ ও ৫টি শ্রেণী কক্ষ রয়েছে।
মৌলভী কাদির বখ্ত (মীরাসদার) ১৮৬০ সালে আরপিননগরের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি পর্যায়ক্রমে ০৩ (তিন) বার লোকাল বোর্ড-এর নির্বিাচিত মেম্বার ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ছিলেন। তিনি শিক্ষার প্রতি অদম্য টান নিয়ে ১৯১৪ সালে সুনামগঞ্জের আরপিননগর-এ নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মৌলভী কাদির বখত এটি সুনামগঞ্জ শহরের সবচেয়ে প্রাচীন বিদ্যালয়। জন সাধারণের নিকট মক্তব হিসেবে বহুল পরিচিত। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ মিউনিসিপ্যালিটির আমৃত্যু সম্মানীত নির্বাচিত মেম্বার ছিলেন এবং পাশাপাশি তিনি জুরিবোর্ডেরও সম্মানীত সদস্য ছিলেন। মৌলভী কাদির বখত (মীরাসদার) ১৯৩৫ সালে মৃত্যুবরণ করেন। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
০৯ | ৪৪ | ৪৮ | ৪৭ | ৩২ | ৩৫ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ১৩/০৩/২০১০ ইং সালে গঠন করা হয়। কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি- জনাব মোঃ জসিম উদ্দিন দিলীপ। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ৬৬% | ৭৮% | ৮৯% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
অতীতের বিদ্যালয়ের লেকাপড়ার মানের চেয়ে বর্তমানে বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার গুনগত মান বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক বছর ধরে ছাত্র/ছাত্রীরা বৃত্তি পেয়েছে। ২০০৭ সালে টেলেন্টপুল ০২ জন, ২০০৮ সালে সাধারণ ০৩ জন বৃত্তি, ২০০৯ সালে সাধারণ ০১ জন। শিক্ষা বিষয়ক সাংস্কৃতিক এবং খেলাধুলা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ পুরস্কার পেয়েছে। ছাত্র/ছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে। ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তির হার ১০০% নিশ্চিত হয়েছে। |
একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলতে চাই। কম্পিউটার ল্যাব প্রতিষ্টা করে বর্তমান বিশ্বায়ন যুগের সাথে সংগতি রেখে একটি ডিজিটাল বিদ্যালয় গঠন। স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা। |
তাহমিনা খাতুন প্রধান শিক্ষক কে. বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ। মোবাঃ ০১৭১৬-৬১১৮০৫। ই-মেইল নেই। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস