বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিঃ মিঃ উতাতর পূর্বদিকে ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের অন্তর্গত চিনাউড়া গ্রামে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত। যার ভূমির পরিমাণ ৪০ শতক। শুধু মাত্র একটি টিন সেড ঘর রয়েছে।
১৯৫৩ সালে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ০১/০৭/১০৭৩ ইং তারিখে জাতীয় করন করা হয়। জনাব রাবিয়া বেগম বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জমিদান করেন।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
২৫ | ৬৬ | ৬১ | ৬৮ | ৬০ | ৪০ |
কমিটির জনাব আব্দুল মতিন, সভাপতি, সদস্য সচিব নেপাল চন্দ্র দাশ ।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ৩৩% | ৭৮.৫৭% | ৯৪.৭৩% | ৭৬.৬৬% |
একক | একাধিক | মোট |
১৪০ | - | ১৪০ |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক।
শিক্ষার গুনগত মান বৃদ্ধি করা। ছাত্র/ছাত্রীদের উপস্থিত বৃদ্ধি। ঝরে পড়া রোধ করা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% পাশের হার নিশ্চিত করা
নেপাল চন্দ্র দাশ
প্রধান শিক্ষক
চিনাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ চিনাউড়া,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ০১৭১৮-৬৩১৬৯৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস