১৯৫১ ইং সনে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামবাসীর উদ্যোগে হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির ৩টি ভবন। শিক্ষক সংখ্যা ০৮ এবং কর্মরত ০৬ জন।
১৯৫১ সনে বিদ্যালয়টি বেসরকারি ছিল ১৯৭৩ ইং সনে বিদ্যালয়টি সরকারি হয়। বিদ্যালয়টির জমির পরিমান ১ একর।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৩০ | ৯৭ | ৮০ | ৫৮ | ৪৬ | ৪০ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ২৫/০৬/২০১০ ইং সালে গঠন করা হয়। কমিটির মেয়াদ ৩ বৎসর।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৮৪% | ৯১% | ৬৯% | ৭২.২২% | ৮০% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে।
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে।
ঝরে পড়ার হার ০% এ নিয়ে আসা। স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা।
মোছাঃ তাহেরা খাতুন
প্রধান শিক্ষক
হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ হরিনাপাটি,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭২২-১২৪৮১৯।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস