সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অন্তর্গত সুনামগঞ্জ সদর শিক্ষা অফিস থেকে ৪ কি.মি. দুরে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে ৩টি ববন ও ১১টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ের চারদিকে সীমানা প্রাচীর আছে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে। |
বিদ্যলয়টি ১৮৯০ খ্রিঃ স্থাপিতহওয়ার পর স্থানীয়ন এলাকাবাসী ০.৮১ একর ভুমি দান করেন বিদ্যালয়টি ১৯৭২ সালে জাতীয় করন করা হয়। বিদ্যালয়টির অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্দ। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৬৫ | ১৭৫ | ১৪৭ | ১৪৫ | ১০৮ | ৮৪ |
সদস্য ১২ বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ২৮/০৩/২০১০ সালে সঠন করা হয়। কমিটির সভাপতি জনাব মোশারবফ হুসেন, সহ সভাপতি কযলেল হক প্রধান শিক্ষক সদস্য সচীব।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯৮% | ৯৬% | ৯৯% | ১০০% | ৯৩% |
৩১৫ টি | একক পরিবার | মোট ৩১৫ | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচম্যন্ট এলাকার শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্ত্তি নিশ্চিত হয়েছে্ সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে।
বিদ্যলয়ের পরিবেশ শিশুবান্ধব করার লক্ষ্যে পওয়জনীয় ব্যবস্থ গ্রহন করা হচ্ছে তাছাড়া স্কুলগামী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ধরে রাখার লক্ষ্যে শিশুদের প্রয়োজনীয় শিক্ষাউপকরণ ও ক্রীড়া সামগ্রী ক্রয়ের পরিকল্পনা রয়েছে সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% নিশ্চিত করা ও শিক্ষার মান বৃদ্দি লক্ষ্যে কাজ করা হচ্ছে।
গ্রামঃ ইব্রাজিহমপুর, ডাকঘরঃ সুনামগঞ্জ,উপজেলা সদর জেলা - সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১১৯৯৩২৮৮০৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস