সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৪ কিলোমিটার দূরে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের দুটি বিল্ডিং আছে। ১টি দুই শ্রেণী কক্ষ বিশিষ্ট পিইডিপি-২ নির্মিত। অন্যটি ৩ (তিন) তলা বিল্ডিং যার নিচ তলায় ২টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ। ২য় তলায় ৩টি শ্রেণী কক্ষ এবং ৩য় তলায় ২টি শ্রেণী কক্ষ ও ১টি লাইব্রেরী আছে। এছাড়া প্রতি তলায় স্যানিটেশন এর ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। |
বিদ্যালয়টি ১৯৩৬ খ্রিষ্টাব্দে স্থাপিত হওয়ার পর ১৫/০৮/১৯৭৯ খ্রিষ্টাব্দে স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্ঠায় পৌরসভায় দানকৃত ২০ (বিশ) শতক ভূমি রেজিষ্ট্র করা হয় এবং ১০৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৫৪ | ২০৯ | ১৮২ | ১৭৩ | ১৫৬ | ১৪৯ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি ২০০৮ খ্রিষ্টাব্দে গঠন করা হয়। কমিটির সভাপতি জনাব শিউলী কবীর, সহ-সভাপতি জনাব আব্দুল গফুর চৌধুরী এবং সদস্য সচিব জনাব নমিতা রানী সরকার। বর্তমানে কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯৪% | ৯১% | ৮৬% | ৯০% | ৯৫% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। ২০০৭ সালে ৪টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ বৃত্তি পেয়েছে। ২০০৮ সালে ১টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ বৃত্তি পেয়েছে। ২০০৯ সালে ১টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারন বৃত্তি পেয়েছে। ২০১০ সালে ১টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ বৃত্তি পেয়েছে। |
বর্তমানে ভবন ২টিতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সংকুলন হচ্ছে না। বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে শিক্সার্থীর সংখ্যা অনুযায়ী আরেকটি ভবনের প্রয়োজন। সরকারি আর্থিক সহযোগীতা ফেলে শ্রেণীকক্ষ বর্ধিত করে কম্পিউটার ল্যাব স্থাপন করার লক্ষে ডিজিটাল বিদ্যালয় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্কুলগামী শিশুকে বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করে ৫ বছর পর্যন্ত ধরে রেখে সমাপনী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করা। |
নমিতা রানী সরকার প্রধান শিক্ষক ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামঃ ষোলঘর, ডাকঘরঃ সুনামগঞ্জ-৩০০০। উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ। মোবাইলঃ ০১৭১৬- ৮৩১১১৭। ইমেল প্রয্যেজ্য নহে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস