সুনামগঞ্জ সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের অন্তর্গত সুনামগঞ্জ সদর শিক্ষা অফিস থেকে ৮ কিঃ মিঃ দূরে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ে দুটি বিল্ডিং আছে। একটি চার শ্রেণী কক্ষ বিশিষ্ট্য আধা পাকা পুরাতন টিন শেড এর যা ব্যবহারে অনোপযোগী। অন্যটি দ্বিতল বিল্ডিং যার নিচ তলায় দুটি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ এবং ২য় তলায় ৩টি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
বিদ্যালয়টি ১৯৩৯ সালে স্থাপিত হওয়ার পর ১৯৬৯ সালে স্থানীয় এলাকাবাসীর ক্রয় সূত্রে ০.৭৩ শতক ভূমি সিলেট জেলা ডেপুটি কমিশনার বরাবরে রেজিষ্ট্রী করা হয় এবং ১৯৭২ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৪১ | ১২৭ | ১২৮ | ৯৩ | ৭২ | ৫১ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ০১/০৪/২০১০ ইং সালে গঠন করা হয়। কমিটির সভাপতি জনাব মোঃ ছিদ্দেকুর রহমান এবং সহ-সভাপতি জনাব মোঃ ছাদ মিয়া, সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ৯৮% | ৮৭% | ৮৮% | ৯১% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে।
ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশু ভর্তির নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালে সাধারণ বৃত্তি ৩টি ও ট্যালেন্টপুল ২ টি, ২০০৫ সালে সাধারণ বৃত্তি ৩টি এবং ২০০৭ সালে সাধারণ বৃত্তি ৩টি ও ট্যালেন্টপুল ১ টি।
বর্তমানে ভবণটিতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর স্থান সংকুলান হচ্ছে না। বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে ছাত্র/ছাত্রীর সংখ্যা অনুযায়ী আরেকটি ভবনের প্রয়োজন। সরকারি আর্থিক সহযোগিতা পেলে পুরাতন টিন শেড বিল্ডিং সংস্কার পূর্বক শ্রেণী কক্ষ বর্ধিত করে, কম্পিউটার ল্যাব স্থাপন করার লক্ষ্যে ডিজিটাল বিদ্যালয় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া স্কুলগামী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫(পাঁচ) বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সমাপনী পরীক্ষায় ১০০% পাশের হার নিশ্চিত করা। |
গ্রামঃ ব্রাহ্মণগাঁও, ডাকঘরঃ আলহেরা, উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭১৬-৫৩২৩৫৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস