৪৯ নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইহা সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার ৪৯ নং মোহনপুর ইউনিয়স্থ মোহনপুর গ্রামে অবস্থিত। ইহা উপজেলা থেকে প্রায় ১০ কিঃ মিঃ দূরে অবস্থিত। ইহার উত্তরে পৈন্দা নদী দক্ষিনে ফসলের মাঠ ও বসত বাড়ী। পূর্বে পৈন্দা গ্রাম এবং ফসলের মাঠ। পশ্চিমে গ্রাম।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৩০ | ১১১ | ৫৫ | ৪২ | ৪০ | ২২ |
১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি ৩০/০৩/২০১০ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সচল আছে। সার্বিকভাবে সবাই মোটামোটি সচেতন।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৬৫% | ৭৫% | ১০০% | ১০০% | ১০০% |
মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে।
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে। পাশের হার বেড়েছে।
স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা।
প্রধান শিক্ষক
অরবিন্দু আচার্য্য
৪৫ নং মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাঃ ০১৭৫৯-৬০৬৮০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস