ভৌগলিক পরিচিতি | সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা নদীর তীরে অবস্থিত । উপজেলাটি ২৪.৪৯ উত্তর অক্ষাংশ ও ৯১.১৪ থেকে ৯১.২৭ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উপজেলাটির উত্তরে ভারত প্রজাতন্ত্র, পূর্বে দোয়ারাবাজার ও ছাতক উপজেলা, দক্ষিনে দক্ষিণসুনামগঞ্জ ও দিরাই উপজেলা এবং পশ্চিমে জামালগঞ্জ ও বিশ্বম্ভরপূর উপজেলা। উপজেলার ভৌগলিক অবস্থান থেকে অনুমিত হয় যে, বেশীরভাব অঞ্চল এক কালে সাগরের বুকে নিমজ্জিত ছিল । অতপরঃ কালক্রমে পলিভরাটজনিত কারনে ভু-প্রকৃতিক পরিবর্তনের সর্বত্র ধরে ভু-খন্ডে পরিনত হয়েছে । সাধারনতঃ বর্ষা কালে উপজেলার হাওর ও বিলের পানি অবস্থা দেখে বর্নিত অবস্থার সাথে একটা মিল খোঁজে পাই। ( হাছন রাজার জ্যেষ্ট্যপুত্র খানবাহাদুর দেওয়ান গনি উর রাজা চৌধুরী আত্মজীবনী মূলক ডায়রীতেও এর উলেস্নখ রয়েছে।) জলবায়ুঃউপজেলার আবহাওয়া স্বাভাবিক । তবে শীত মৌসুমে অত্যাধিক শীত, গ্রীম্মকালে প্রচন্ড গরম এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০০মিঃমিঃ উপরে বার্ষিক গড় তাপমাত্রা ২৫০ সেলসিয়াস এবং বাতাসের আদ্রাতা ৮৭% থেকে ৯০%। গ্রীস্মকালে ৩০ ডিগ্রী থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা এবং শীতকালে ৭০ডিগ্রী থেকে ১০ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। গ্রীম্মণকালে সাধারনত দক্ষিন বা দক্ষিন পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আবার গ্রীস্ম কালের মাঝামাঝি থেকে শেষ সময় টুকু পর্যমত্ম কালবৈশাখী দেখা দেয় । শীত কালে সাধারনত উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হিমেল বাতাস প্রবাহিত হয় । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস