উপজেলারপটভূমি | সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ জেলার মধ্যে একটি জনবহুল উপজেলা । এই উপজেলা প্রথম থানা হিসাবে ১৮৮০ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ও প্রশাসন বিকেন্দ্রীকরণে ১৯৮৪ সনে ১ ফেব্রুয়ারী উপজেলা হিসাবে মান উন্নীত হয়। সুনামগঞ্জ উপজেলার নামকরণের তেমন কোন সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই । তবে জানা যায় যে, মোগল সম্রাটের সুনামদি নামে একজন মোগল সিপাহীকে কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক উক্ত ব্যক্তিকে এখানে কিছু ভুমি দান করা হয়। দান স্বরূপ প্রাপ্ত ভুমিতে তৎকালীন পরিভাষা গঞ্জ (বাজার) গড়ে উঠে, এভাবেই সুনামগঞ্জের নাম ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয় । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস