আব্দুজ জহুর সেতু : সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত ‘আব্দুজ জহুর সেতু’টি ৭১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে সেতুটির কাজ শুরু হয়। সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুজ জহুরের নামে সেতুটির নামকরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সাবেক এমপি আব্দুজ জহুরের ছেলে আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস